রুপালি ডেস্ক: প্রযুক্তি দুনিয়ার জাদুকর ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে এবার খবরের শিরোনামে স্টিভ জবস নন, তাঁর কনিষ্ঠ কন্যা মডেল ইভ জবস। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আর সেই বিয়ে নিয়ে যা ঘটছে, তা রীতিমতো রূপকথার গল্পকেও হার মানায়। রাজকীয় বিয়ের আয়োজনের খরচের পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য!
যেকোনো হাই-প্রোফাইল বিয়ের অন্যতম আকর্ষণ থাকে বিনোদনের ব্যবস্থা। আর ইভ জবসের বিয়েতে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা সংগীত তারকা স্যার এলটন জন। তবে এই পারফরম্যান্সের জন্য তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন, তা শুনলে চোখ কপালে উঠবে!
জানা গেছে, ইভ জবসের বিয়েতে মাত্র এক রাতের পারফরম্যান্সের জন্য স্যার এলটন জনকে দেওয়া হচ্ছে ১৯ লাখ ডলার! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা! হ্যাঁ, ঠিকই শুনেছেন! মাত্র কয়েক ঘণ্টা গান গাওয়ার জন্য এই অবিশ্বাস্য পারিশ্রমিক নিচ্ছেন কিংবদন্তী শিল্পী স্যার এলটন জন!
শুধু এলটন জনের পারিশ্রমিকই নয়, পুরো বিয়ের আয়োজনটিই এক কথায় চোখ ধাঁধানো। জানা গেছে, এই বিয়ের মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি টাকার কাছাকাছি। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে শুধুমাত্র একটি নিখুঁত এবং স্মরণীয় বিয়ের রাত উপহার দেওয়ার জন্য।
২৭ বছর বয়সী ইভ জবস বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান ও শো-জাম্পার হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাদের প্রেম, আর ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা বাগদানের ঘোষণা দেন। বিয়ের আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্টিভ জবসের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কটসওয়াল্ডের গ্রামীন শান্ত প্রাকৃতিক পরিবেশে। গোপনীয়তা বজায় রাখতে পুরো গ্রামটি মুলত লকডাউনে চলে যাবে। অতিথিরা আসবেন ব্যক্তিগত জেট বিমানে এবং নামবেন অক্সফোর্ড বিমানবন্দরে। সেখান থেকে হলিকপ্টারে পৌঁছে দেওয়া হবে বিয়ের আসরে।
বিশ্বের সেরা শেফদের তৈরি করা মেন্যু থাকছে অতিথিদের খাবারের জন্য। বিয়ের ভেন্যু সাজানোর দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনাররা। ইভ জবস এবং তাঁর হবু বরের জন্য বিশ্বের সেরা ফ্যাশন হাউজ থেকে পোশাক ডিজাইন করা হয়েছে।
স্টিভ জবসের চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ইভ জবস। ২৫ বছর বয়সী ইভ একজন সফল মডেল এবং আন্তর্জাতিক মানের একজন অশ্বারোহী। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করা ইভ নিজের ক্যারিয়ারে দারুণ সফল। বাবার পরিচয় ছাপিয়ে তিনি নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া।
স্টিভ জবস নিজে বরাবরই খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। তাঁর পরনে থাকতো সেই বিখ্যাত কালো টার্টলনেক আর নীল জিন্স। বিলাসবহুল জীবন তিনি এড়িয়ে চলতেন। কিন্তু তাঁর কন্যার বিয়েতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ অনেককেই অবাক করেছে। কেউ কেউ বলছেন, ইভ তাঁর বাবার দেখানো পথ থেকে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন। তবে দিন শেষে, এটি তাঁর জীবনের বিশেষ মুহূর্ত এবং তিনি তা নিজের মতো করেই উদযাপন করতে চেয়েছেন।
ইভ জবসের বিয়ে শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং প্রতিপত্তি এবং আভিজাত্যের এক বিশাল প্রদর্শনী হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ২৩ কোটি টাকায় এলটন জনের গান শোনা থেকে শুরু করে ৭৭ কোটি টাকার রাজকীয় আয়োজন-স্টিভ জবসের মেয়ের এই বিয়ে দীর্ঘদিন আলোচনায় থাকবে!