Hollywood actress priyanka chopra comeback indian film industry

বলিউডে প্রিয়াঙ্কার রাজকীয় প্রত্যাবর্তন!

রুপালি ডেস্ক: থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর আমেরিকায় থিতু হয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন তিনি। একমাত্র কন্যা মালতী মেরিকে নিয়ে প্রিয়াঙ্কা-নিকের সুখের সংসার। তবে হলিউডে নিয়মিত হওয়ার পর বলিউডকে যেন ভুলতেই বসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিনোদনের পাতায় তাকে নিয়ে খবর আসতো কেবলই হলিউড সংক্রান্ত। সেখানে তার নতুন কোন মুভি রিলিজ হচ্ছে কিনা এ নিয়েই প্রিয়াঙ্কাকে বেশি ব্যতিব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এবার ভক্তদের চমকে দিয়ে নতুন এক রেকর্ড গড়ে ভারতীয় সিনেমায় কামব্যাক করকে চলেছেন প্রিয়াঙ্কা। কি সেই রেকর্ড?

২০০০ সালে বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বলিউডে হইচই পড়ে যায়। অক্ষয় কুমার থেকে শাহরুখ-সালমান খান-সবার বিপরীতেই একের পর এক হিট সুপারহিট সিনেমা উপহার দিতে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু নিক জোনাসকে বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়া পুরোপুরি হলিউডমুখি হয়ে পড়েন।  

তবে ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর আসবেই না কেন? একে তো কামব্যাক করলেন ভারতীয় সিনেমায়, পাশাপাশি গড়লেন এক অনন্য রেকর্ড!  ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী এখন প্রিয়াঙ্কা চোপড়া।

স্বাভাবিকভাবেই কৌতুহল জাগে তাহলে এতদিন কে ছিলেন পারিশ্রমিকে শীর্ষ অভিনেত্রী?  প্রিয়াঙ্কার এই রেকর্ড গড়ার আগে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালে ‘পাঠান’ ও ২০২৪- এ ‘ফাইটার’ সিনেমার জন্য তিনি নিয়েছিলেন প্রায় ১৫ থেকে ২০ কোটি রুপি। যা টাকার হিসাবে দাঁড়ায় ২১ থেকে ২৮ কোটি। অন্যদিকে, আলিয়া ভাট ‘রকি অউর রানি কি প্রেম কাহানি ও অন্যান্য সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০ থেকে ১২ কোটি রুপির মতো। টাকার হিসাবে যা ১৪ থেকে ১৭ কোটি। ক্যাটরিনা কাইফ ও কীর্তি সুরেশ-এর মতো অভিনেত্রীরাও সাধারণত ৬ থেকে ৮ কোটি রুপি বা ৮ থেকে ১১ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক নিয়ে থাকেন।

প্রিয়াঙ্কা চোপড়া এরআগে বলিউডে ৮ থেকে ১২ কোটি রুপির বিনিময়ে কাজ করলেও বর্তমানে তাঁর হলিউড ক্যারিয়ার এবং ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর সাফল্য তাঁকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ৬ ঘন্টাব্যাপী অ্যাকশনধর্মী হলিউড টিভি সিরিজ “সিটাডেল”-এ অভিনয় করার জন্য প্রিয়াঙ্কা নিয়েছিলেন প্রায় ৫৮ কোটি টাকা।

তবে এবার জানা গেল ,প্রিয়াঙ্কা চোপড়া একটি ভারতীয় সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয়ের জন্য ৩০ কোটি রুপি তথা ৪২ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন ।ভারতীয় অভিনেত্রীদের মধ্যে যা এখন অবধি নেয়া সর্বোচ্চ পারিশ্রমিক।

কোন ছবির জন্য এত পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া? বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধ হয়েছেন ‘বাহুবলী ও ‘আরআরআর’-এর পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায়।  এখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সিনেমাটি হতে যাচ্ছে একটি অ্যাডভেঞ্চার থ্রিলার,যার কাজ শুরু হবে চলতি বছরের শেষ দিকে।

২০০২ সালে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বিপরীতে ‘তামিজান’ ছবিতে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা।তারপর কেটে গিয়েছে প্রায় দুই যুগ। দক্ষিণী সিনেমায় প্রিয়াঙ্কায় দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটতে চলেছে রাজামৌলি এবং মহেশ বাবুর হাত ধরেই।

প্রিয়াঙ্কা চোপড়ার এই রেকর্ড শুধু একটি সংখ্যা নয় বরং এটি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের ক্রমবর্ধমান অবস্থান ও মূল্যবোধের প্রতিফলন।অনেক নামি-দামি ক্রিটিকসসহ দর্শকরাও মনে করেন ইতিপূর্বে বলিউড ও  বর্তমানে হলিউডেও সাড়া ফেলা প্রিয়াঙ্কা তাঁর যোগ্যতার বলেই এতো পরিমাণ পারিশ্রমিকের দাবিদার। তাই প্রিয়াঙ্কার এই পারিশ্রমিক নেওয়ায় কেউই তেমন অবাক হননি। বরং সবাই এখন অধীর আগ্রহে নিয়ে আছেন রাজামৌলি-প্রিয়াঙ্কা-মহেশ বাবু ত্রয়ী পর্দায় কী ঝড় তোলে তা দেখার জন্য। প্রিয়াঙ্কা কি পারবেন আরেকটি ধামাকা উপহার দিতে? এ প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *